ঢামেকের পুরাতন ভবনের আগুন নিয়ন্ত্রণে
প্রকাশিত : ৭ জানুয়ারি ২০২১
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুরাতন ভবনের চার তলার আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট দুপুর ২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। বৃহস্পতিবার (৭ জানুয়ারি) পোনে ২টার দিকে সংবাদ পায় ফায়ার সার্ভিস। জানা গেছে, ভবনের ৪ তলার পেছনে ব্যালকনিতে আগুন দেখা যায়। ধারণা করা হচ্ছে, এসির সমস্যার কারণে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটতে পারে।
ফায়ার সার্ভিস সদর দপ্তরের কন্ট্রোল রুম থেকে শাহাদাত হোসেন জানান, প্রথমে দুইটা পরে আরো একটি ইউনিট পাঠানো হয়েছিলো। সেখানে গিয়ে আগুন নিয়ন্ত্রণ করা হয়েছে। তবে আগুনের থেকে ধোঁয়া ছিলো অনেক বেশি। সূত্রপাত এখনো জানা যায়নি বিস্তারিত পরে জানানো হবে বলে জানিয়েছেন তিনি।