অস্ত্র মামলায় নুর হোসেনের যাবজ্জীবন কারাদন্ড
প্রকাশিত : ৭ জানুয়ারি ২০২১
উজ্জল হোসেন, নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের আলোচিত ৭ হত্যা কান্ডের মামলায় মৃত্যুদন্ড প্রাপ্ত আসামি নুর হোসেনকে অস্ত্র মামলায় যাবজ্জীবন কারাদন্ড দিয়েছেন বিজ্ঞ আদালত।
বুধবার (৬ জানুয়ারী) দুপুরে নারায়ণগঞ্জ অতিরিক্ত জেলা ও দায়রা জজ সাবিনা ইয়াসমিনের আদালতে এ আদেশ দেয়া হয়। সেই সাথে একটি চাঁদাবাজি মামলায় কোন প্রমান না হওয়ায় বেকসুর খালাস দেয়া হয়।
এ বিষয় এপিপি সালাহ উদ্দিন সুইট জানান, অস্ত্রের লাইসেন্স বাতিল হওয়ার পরও নুর হোসেন সেই অস্ত্র ব্যবহারের অভিযোগে সিদ্ধিরগঞ্জ থানায় তাকে আসামী করে মামলা দায়ের করা হয়। এরই ধারাবাহিকতায় ৬ জন সাক্ষীর সাক্ষগ্রহন শেষে বিজ্ঞ আদালত এ রায় দেন।