প্রতিবন্ধী সন্তানদের নিয়ে দশমিনায় জীবনযুদ্ধে সেলিনা
প্রকাশিত : ৫ জানুয়ারি ২০২১
সঞ্জয় ব্যানার্জী, দশমিনা(পটুয়াখালী) সংবাদদাতা: পটুয়াখালীর দশমিনা উপজেলার কাউনিয়া গ্রামে দীর্ঘদিন পুর্বে স্বামী সুলতান মোল্লার মৃত্যুর পর তিন প্রতিবন্ধী সন্তান- শাওন মোল্লা (২২), সাগর মোল্লা (২০) ও হৃদয় মোল্লাকে(১৮) নিয়ে জীবনযুদ্ধ চালিয়ে যাচ্ছেন সেলিনা বেগম(৪৫)। স্বামীর রেখে যাওয়া জড়াজীর্ন খড়কুটোর ঘর ছাড়া কিছুই নেই। তিন পঙ্গু প্রতিবন্ধী সন্তান নিয়ে বেঁচে থাকার আঁকুতি হাড়ে হাড়ে টের পাচ্ছেন তিনি। তিন ছেলের সামান্য সরকারি প্রতিবন্ধী ভাতার টাকা ও আশপাশের মানুষের সাহায্য-সহায়তা নিয়ে খেয়ে না খেয়ে চলে তাদের বেঁচে থাকার লড়াই।
সেলিনা বেগমের তিন ছেলের দেখভাল করতেই দিন কেটে যায়। তাই অন্য কোথাও কাজ করে অর্থ উপার্জনের পথ খোলা নেই। অসহায় সেলিনা বেগমের প্রতিবন্ধী সন্তানদের বাঁচিয়ে রাখার বুকফাটা আর্তনাদ কোনো বিত্তবানের কান পর্যন্ত কখনো পৌঁছায়নি। দিন দিন ফিকে হয়ে আসছে তাদের বেঁচে থাকার আশা। অসহায় সেলিনা বেগমের তিন সন্তান নিয়ে বেঁচে থাকার ঘটনা সিনিয়র আইনজীবী ইকবাল হোসেন সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছবিসহ পোস্ট দেন। বিষয়টি উপজেলা নির্বাহী অফিসার তানিয়া ফেরদৌসের নজরে আসে।
তিনি উপজেলার কাউনিয়া গ্রামে ওই পরিবারটির কাছে যান। ইউএনও ওই পরিবারটিকে পাঁচ হাজার টাকা, শীতের পোশাক, চাল-ডালসহ এক মাসের নিত্যপ্রয়োজনীয় বাজার কিনে দিয়েছেন। এছাড়াও ওই পরিবারটিকে প্রধানমন্ত্রী প্রদত্ত পাকা ঘর নির্মাণ করে দেয়ার প্রতিশ্রæতিও দিয়েছেন।