শৈলকুপায় মেডিক্যাল ক্যাম্পে ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত
প্রকাশিত : ৫ জানুয়ারি ২০২১
স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ: ঝিনাইদহের শৈলকুপা উপজেলার পিড়াগাতি গ্রামে আফতাব উদ্দীন স্মৃতি ফাউন্ডেশনের উদ্যোগে ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে চক্ষু রোগীদের জন্য এ মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়। এসময় বাছাইকৃত ৬৫ জন চক্ষুরোগীকে চিকিৎসা সেবা প্রদাণ করা হয়।
আফতাব উদ্দীন স্মৃতি ফাউন্ডেশনের চেয়ারম্যান আসাদুজ্জামান জানান, ৬৫ জন রোগীকে চোখের ছানী অপারেশনের জন্য খুলনা চক্ষু হাসপাতালে পাঠানো হয়। যার সকল খরচ বহন করবে আফতাব উদ্দীন স্মৃতি ফাউন্ডেশন। সার্বিক তত্বাবধানে ছিলেন সমাজসেবক আলমগীর হোসেন।