কলাপাড়ায় ছাত্রলীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
প্রকাশিত : ৫ জানুয়ারি ২০২১
কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি।। নানা আয়োজনের মধ্যদিয়ে পটুয়াখালীর কলাপাড়ায় ছাত্রলীগের ৭৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। সোমবার সকালে উপজেলা ছত্রলীগের উদ্যোগে পৌর শহরে একটি বনার্ঢ্য আনন্দ শোভাযাত্রা বের হয়। পরে আওয়মী লীগ কার্যালয়ের সম্মুখে অস্থায়ী মঞ্চে আলোচনা সভা শেষে ছাত্রলীগের প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কাটা হয়। অনুষ্ঠানে উপজেলা ছাত্রলীগের সভাপতি মো.নাজমুল হকের সভাপত্বিতে প্রধান আতিথি বক্তব্য রাখেন পটুয়াখালী ৪ আসনের সংসদ সদস্য আলহাজ¦ অধ্যক্ষ মহিববুর রহমান মহিব এমপি।
উপজেলা ছাত্র লীগের সাধারন সম্পাদক ফয়জুল ইসলাম আসিক তালুকদারের সঞ্চলনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এস এম রাকিবুল আহসান, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুল মোতালেব তালুকদার, উপজেলা মহিলা আওয়ামীলীগের আহŸায়ক অধ্যক্ষ ফাতেমা আক্তার রেখা, উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি অধ্যক্ষ সৈয়দ নাসির উদ্দিন,অধ্যক্ষ ড.শহিদুল ইসলাম বিশ^াস, পৌর আওয়ামীলীগের সভাপতি ও মেয়র বিপুল চন্দ্র হাওলাদার।
এছাড়া অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন পৌর ছাত্রলীগ সভাপতি আসাদুজ্জামন শুভ, সাধারন সম্পাদক জুয়েল রানা, এম ভি কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি আসাদুজ্জান হিরন, সাধারন সম্পাদক হাসানুজ্জামান অমি গাজী প্রমুখ। অনুষ্ঠানের শুরুতে জাতীয় ও দলীয় পতাকা উত্তলোন এবং শান্তির প্রতিক পায়রা উড়িয়ে দেয়া হয়।