চাষাড়ায় রেড ক্রিসেন্টের বিনামুল্যে রক্তের গুরুপ পরীক্ষা
প্রকাশিত : ৫ জানুয়ারি ২০২১
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি নারায়ণগঞ্জ ইউনিটির উদ্যোগে নিরাপত্তা বজায় রেখে শহরে বিনামূল্যে রক্তের গুরুপ পরীক্ষা কর্মসূচী অনুষ্ঠিত হয়। সোমবার(৪ জানুয়ারি) সকাল ১০ থেকে নারায়ণগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারে অনুষ্ঠিত হয় এই গ্রুপ পরীক্ষার। গুরুপ পরীক্ষাটি নারায়ণগঞ্জ রেড ক্রিসেন্ট ইউনিটির কার্যকরী সাধারন সম্পাদক আব্দুর রহমান লিটন সকাল ১০টায় উদ্বোধন করেন।
চাষাড়ার শহীদ মিনারে ও তার আশেপাশে আগত সাধারন মানুষদের বিনামূল্যে রক্তের গ্রপ করে নারায়ণগঞ্জ রেড ক্রিসেন্ট ইউনিটির যুব সদস্যরা। বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি নারায়ণগঞ্জ ইউনিটির যুব প্রধান মোঃনবী হোসেনের নেতৃত্বে এই কর্মসূচিতে যুব সদস্য আজ প্রোগ্রামো যারা ছিলো মোঃ মোস্তাকিম ইসলাম,প্রিতম কুমার দাস,রুনা, সুবির, সৌরভ, অমিত, নিরব, সামিউল, রাসেল প্রমূখ।