দশমিনায় ছাত্রলীগের ৭৩তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

প্রকাশিত : ৫ জানুয়ারি ২০২১

সঞ্জয় ব্যানার্জী, দশমিনা (পটুয়াখালী) সংবাদদাতা।। পটুয়াখালীর দশমিনায় ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে ছাত্রলীগের ৭৩তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়। গতকাল সোমবার সকাল সাড়ে ৭ টায় জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পন ও ঐতিহাসিক ভাষন প্রচার শেষে আ’লীগ কার্যলয়ে থেকে আনন্দ র‌্যালী বের করে উপজেলার গুরুত্ব পুর্ণ সড়ক প্রদক্ষিন শেষে শুরুস্থলে এসে শেষ হয়।

পরে উপজেলা ছাত্রলীগের সভাপতি আরিফ হোসেন সবুজ এর সভাপতিত্বে¡ আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক এ্যাডভোকেট ইকবাল মাহামুদ লিটন, উপজেলা আওয়ামীলীগের সাবেক সিনিয়র সহ-সভাপতি কাজী আবুল কালাম, হাবিবুর রহমান মুন্সি, সাবেক সাংগঠনিক সম্পাদক এ্যাডভোকেট উত্তম কর্মকার, উপজেলা মহিলা লীগের সভানেত্রী ফাতিমা আলমগীর, উপজেলা যুবলীগ সভাপতি ও উপজেলা পরিষদ ভাইসচেয়ারম্যান নাসির উদ্দিন পলোয়ান, ছাত্রলীগ সাধারন সম্পাদক হাসান সেরনিয়াবাদ, এআরটি কলেজ শাখার সভাপতি রাকিব হোসেন, সম্পাদক হাফিজুর রহমানসহ উপজেলার আওয়ামীলীগ ও অংগ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। পরে আনুষ্ঠানিকভাবে ছাত্রলীগের ৭৩তম প্রতিষ্ঠা বার্ষিকী’র কেক কাটা হয়।

 

আপনার মতামত লিখুন :