নারায়ণগঞ্জে মায়ের পর মারা গেলেন দগ্ধ কিরন
প্রকাশিত : ১৮ ফেব্রুয়ারি ২০২০
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানাধীন সাইনবোর্ড এলাকায় আগুনে দগ্ধ একই পরিবারের আটজনের মধ্যে মারা গেলেন আরও একজন। তার নাম কিরন। সোমবার দিবাগত রাত পৌনে একটার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এ নিয়ে অগ্নিকাণ্ডের ওই ঘটনায় মোট দুইজনের মৃত্যু হলো। এর আগে গতকাল মারা যান কিরনের মা নুরজাহান বেগম।কিরনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন তার ভগ্নিপতি ইলিয়াস আলী ও হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক। কিরনের শরীরের ৭০ শতাংশ পুড়ে গিয়েছিল বলে চিকিৎসক জানান।
এর আগে গতকাল সোমবার ভোর পাঁচটার দিকে আগুন লাগার ঘটনা ঘটে। দগ্ধ অপর ছয়জন হলেন- আবুল হোসেন, হিরন মিয়া, কাউছার, মুক্তা, আপন ও লিমা।