ফতুল্লায় কোচিংয়ে ছাত্রীকে শ্লীলতাহানীর চেষ্টা: শিক্ষক গ্রেফতার
প্রকাশিত : ৪ জানুয়ারি ২০২১
ফতুল্লায় দ্বাদশ শ্রেণীর ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে কোচিং সেন্টারের শিক্ষক বিভাস সরকার(৪০) কে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার (৩ জানুয়ারী) বিকালে ফতুল্লা রেলষ্টেশন এলাকা থেকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত শিক্ষক বিভাস সরকার দাপা ইদ্রাকপুর ব্যাংক কলোনী এলাকার বাসুদেব সরকারের ছেলে। এব্যাপারে কলেজ ছাত্রী ফতুল্লা মডেল থানায় অভিযোগ দায়ের করেছে।
অভিযোগ সূত্রে জানাযায়, থানাধীন ফতুল্লা রেল ষ্টেশন মুন্না ফার্মেসী সংলগ্ন জনৈক ব্যক্তির দ্বিতীয় তলায় শিক্ষক বিভাস সরকারের কোচিং সেন্টার। অনুমান ০১ বৎসর পূর্ব হইতে কোচিং সেন্টারে ব্যাচে কোচিং করিয়া আসিতেছিল ছাত্রী। বিগত ০২ মাস পূর্ব হইতে কোচিং সেন্টারে কোচিং করা বন্ধ করিয়া দেন। তারপর হইতে শিক্ষক বিভাস ছাত্রীর মাকে ফোন করিয়া বিভিন্ন সময় ছাত্রীকে কোচিং সেন্টারে পাঠাইতে বলেন। ছাত্রী বিভিন্ন সময় কোচিং সেন্টারে গেলে শিক্ষক বিভাস তাহার কোচিং সেন্টারের অন্যান্য ছাত্র-ছাত্রীদেরকে বিদায় করিয়া দিয়া কথা আছে বলিয়া কোচিং সেন্টারে বসাইয়া রাখিয়া কু-প্রস্তাব দেওয়া সহ ছাত্রীর শরীরের স্পর্শ কাতর স্থানে হাত দিত। শিক্ষকরে কু-প্রস্তাবে রাজী না হইলে এবং ছাত্রীর শরীরে হাত দিতে বাঁধা নিষেধ করিলে শিক্ষক বিভাস ছাত্রী সম্পর্কে কুৎসা রটনা করা সহ ছাত্রীর বিরুদ্ধে মায়ের নিকট নালিশ করিবে বলে ভয়-ভীতি দেখাইত।
সর্বশেষ ইং ৩১/১২/২০২০ তাং বেলা অনুমান ০২.৩৫ ঘটিকার সময় শিক্ষক বিভিস ছাত্রীকে ফোন করিয়া তাহার কোচিং সেন্টারে ডাকাইয়া নেয়। কোচিং সেন্টারে গিয়ে দেখেন অন্য কোন ছাত্র-ছাত্রী নাই। তখন ছাত্রী চলিয়া আসিতে চাইলে তাহার কোচিং সেন্টারের দরজা ভিতর হইতে বন্ধ করিয়া দিয়া ছাত্রীকে জড়াইয়া ধরে এবং শরীরের স্পর্শ কাতর স্থানে হাত দেয়।বাঁধা নিষেধ করিলে ছাত্রীর সাথে খারাপ কাজ করার জন্য বিভিন্ন ভাবে ভয়-ভীতি দেখায়।এক পর্যায় ছাত্রীর খালাত ভাই জিহান কে ফোন করিলে উক্ত খালাত ভাই আসিয়া উদ্ধার করে।