গলাচিপায় জাতীয় সমাজ সেবা দিবস পালিত
প্রকাশিত : ২ জানুয়ারি ২০২১
সঞ্জিব দাস, গলাচিপা (পটুয়াখালী ) প্রতিনিধি: পটুয়াখালীর গলাচিপায় জাতীয় সমাজসেবা দিবস পালিত হয়েছে।শনিবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র্যালি বের করা হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে গিয়ে শেষ হয়। পরে উপজেলা পরিষদের হলরুমে আলোচনাসভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার আশিষ কুমারের সভাপতিত্বে আলোচনাসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মু. সাহিন শাহ।
এ ছাড়া অন্যাদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভূমি মু.নজরুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য কমকর্তা মু.মনিরুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কমকর্তা মো. গোলাম মোস্তফা, কৃষি কর্মকর্তাএস আর এম সাইফুল্লাহ , সিনিয়র মৎস কমকর্তা অপু সাহা,প্রকল্প বাস্তবায়ন কমকতা এসএম দেলয়ার হোসেন,প্রসাষনিক কমকতা আব্দুল মান্নান মিয়া,সমাজ সেবা কমকতা অলিউল্লাহ,উপজেলা পল্লি উন্নয়ন কমকর্তা মু. মাহবুব হাসান শিবলী, গলাচিপা প্রেসক্লাবের সভাপতি সমিত কুমার দত্ত মলয়, এনজিওকর্মীরা প্রমুখ।