ছাত্রলীগ নেতা মুকুলের জন্মদিন উপলক্ষে এতিম শিশুদের মাঝে খাবার বিতরন
প্রকাশিত : ১ জানুয়ারি ২০২১
স্টাফ রিপোর্টার: যশোরের শার্শা উপজেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক ও বাহাদুরপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি এনামুল হক মুকুল এর জন্মদিন উপলক্ষে শুক্রবার ১ জানুয়ারী বিকালে বেনাপোল পৌরসভার অন্তর্ধীন বেনাপোল উলুম কওমী মাদ্রাসা ও এতিম খানায় দোয়া অনুষ্ঠান ও এতিমদের মাঝে খাবার বিতরণ করা হয়েছে।
এসময় দোয়া অনুষ্ঠান ও খাবার বিতরণের সময় উপস্থিত ছিলেন শার্শা উপজেলা যুবলীগের সদস্য মোখলেসুর রহমান মুকুল, উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আরিফ হাবিব, সাংগঠনিক সম্পাদক দ্বীন ইসলাম, দপ্তর সম্পাদক আরিফুর রহমান আরিফ, ভবারবেড় ৬নং ওয়ার্ড যুবলীগের সভাপতি আসাদুজ্জামান আসাদ, উপজেলা আওয়ামী লীগ তৃণমূল কর্মী পরিষদ সহ-সভাপতি পিংকি খাঁন। দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন মাদ্রাসার হাফেজ রেজাউল করিম।
বেনাপোলের ছাত্রলীগ নেতা এনামুল হক মুকুল বলেন, ২০২১ সন সকলের জন্য মঙ্গল বয়ে আনুক আমার জন্মদিনে এই প্রত্যাশা রইল। নতুন বছরে আপনাদের সুখে-দুখে পাশে থেকে সেবা করার সুযোগ তার জন্য দোয়া ও সহযোগীতা চাই।