সাপাহারে গণতন্ত্রের বিজয় দিবস আনন্দ ঘণ পরিবেশে উদযাপন
প্রকাশিত : ৩০ ডিসেম্বর ২০২০
হাফিজুল হক, সাপাহার (নওগাঁ) প্রতিনিধি: সাপাহারে গণতন্ত্রের বিজয় দিবস আনন্দ ঘণ পরিবেশে উদযাপন উপলক্ষে আনন্দ র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বিকেল সাড়ে ৩ টায় সাপাহার উপজেলা আ’লীগের আয়োজনে নতুন বাসষ্ঠান্ড দলীয় কার্যালয়ের সামনে হতে একটি আনন্দ র্যালী বের হয়ে সদরের প্রধান প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে শেষে পুনরায় দলীয় কার্যালয়ে মিলিত হয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা আ’লীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব শামসুল আলম শাহ চৌধুরী এর সভাপতিত্বে সভায় উপস্থিত থেকে দিবসটির তাৎপর্যের উপর গুরুত্বারোপ রেখে বক্তব্য প্রদান করেন সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব শাহজাহান হোসেন। যুগ্মসাধারণ সম্পাদক ফজলে রাব্বী, সহ উপজেলা আ’লীগের ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ ।