আত্রাই সাংবাদিকদের সাথে নবাগত ওসির মতবিনিময় সভা

প্রকাশিত : ৩০ ডিসেম্বর ২০২০

নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁর আত্রাইয়ে নবাগত অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আবুল কালাম আজাদকে ফুলের তোড়া দিয়ে বরণ করেছে আত্রাই উপজেলা প্রেসক্লাব। সোমবার সকালে থানায় ফুলের তোড়া দিয়ে বরণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন, আত্রাই উপজেলা প্রেসক্লাবের সভাপতি এ কে এম কামাল উদ্দিন টগর, সাধারণ সম্পাদক সরদার উত্তাল মাহমুদ, কোষাধ্যক্ষ মোঃ কাজী রহমান, সদস্য মোঃ সামসুজ্জামান সেন্টু, মোঃ জসীম উদ্দীন জনি, খন্দকার আব্দুল মালেক, মোঃ আব্দুল জব্বার, সাংবাদিক রওশন আরা পারভীন শিলা সহ সকল সদস্য উপস্থিত ছিলেন।

সৌজন্য সাক্ষাৎকালে নবাগত (ওসি) বলেন, সাংবাদিক জাতির বিবেক  তাই সাংবাদিক এবং সর্বস্তরের মানুষের সহযোগিতায় আমি আমার সততা ও ন্যায় নিষ্ঠার মাধ্যমে কাজ করে আত্রাই উপজেলায় সন্ত্রাস, জঙ্গিবাদ ও মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থানে থাকবেন বলে আশা ব্যক্ত করেন।

 

 

 

আপনার মতামত লিখুন :