কলাপাড়ায় তিন সন্তানের জননী বিষপানে আত্মহত্যা
প্রকাশিত : ২৮ ডিসেম্বর ২০২০
কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি।। পটুয়াখালীর কলাপাড়ায় তিন সন্তানের জননী রুবি আক্তার (২৮) নামের এক গৃহবধুর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। সে শনিবার রাত সাড়ে এগারোটার দিকে বিষপানে আত্মহত্যা করে। এ ঘটনাটি ঘটে উপজেলার চাকামাইয়া ইউনিয়নের কাঠালপাড়া গ্রামে।
মৃত রুবি একই এলাকার চুঙ্গাপাশা গ্রামের আবদুল হাই সিকদারের মেয়ে। কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার মোস্তাফিজুর রহমান জানান, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এঘটনায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।