প্রথম বারের মতো কুয়াকাটা পৌর নির্বাচন ব্যবহার হচ্ছে ইভিএম

প্রকাশিত : ২৬ ডিসেম্বর ২০২০

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি।। সাগর কন্যা খ্যাত পর্যটন কেন্দ্র কুয়াকাটা পৌরসভা নির্বাচনে এই প্রথমবারের মতো ইলেক্ট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোট গ্রহন হবে। নতুন এ ভোটদান পদ্ধতিতে শংকিত স্বশিক্ষিত প্রার্থীরাসহ সাগরপাড়ের অল্প শিক্ষিত ভোটাররা। শনিবার দিনভর কুয়াকাটা পৌরসভার ৯টি ভোট কেন্দ্রে ইভিএম পদ্ধতিতে নমুনা ভোট গ্রহণের মধ্য দিয়ে ভোটদানের প্রশিক্ষণ দেয়া হয়েছে।

লতাচাপলী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে সকাল থেকে দুপুর পর্যন্ত দু’টি ইভিএমে মাত্র ৪৩টি নমুনা ভোট সংগ্রহ করেছে। এমন চিত্র ছিল অন্যান্য ওয়ার্ডের ভোট কেন্দ্রেও। কিন্তু নির্বাচন কমিশনের এ আয়োজনে সাধারণ ভোটারদের তেমন আগ্রহ দেখা যায়নি। তবে সচেতন ভোটারদের মতে, ইভিএম পদ্ধতিতে ভোট গ্রহণ কতটা সফল হবে, এটি এখনও স্পষ্ট নয়।

স্থানীয়রা জানান, কুয়াকাটা পৌরসভায় মেয়র পদে চারজন প্রতিদ্ব›িদ্বতায় থাকলেও আওয়ামী লীগ মনোনিত নৌকা প্রতীকের আঃ বারেক মোল্লার সাথে ভোটযুদ্ধ হবে জগ প্রতীকের স্বতন্ত্র মেয়র প্রার্থীর এমন দাবি সাধারণ ভোটারদের। এছাড়া বিএনপি ও ইসলামী আন্দোলন মনোনিত দুই মেয়র প্রার্থী ভোটের মাঠে থাকলেও তারা দায়সারা গোছের নির্বাচনী প্রচারণায় রয়েছেন। এছাড়া সাধারণ কাউন্সিলর পদে ৩২ জন ও সংরক্ষিত কাউন্সিলর পদে ৮ জন মহিলা কাউন্সিলর প্রার্থী প্রতিদ্ব›িদ্বতায় অংশ নিয়েছেন।

কলাপাড়া নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, আগামী ২৮ ডিসেম্বর কুয়াকাটা পৌর সভার নির্বাচন অনুষ্টিত হবে। মোট ভোটার ৮ হাজার ১শ’ ২২ জন। পৌরসভার ৯টি ভোট কেন্দ্রকেই ঝুঁকিপূর্ণ হিসেবে দেখছেন উপজেলা নির্বাচন কমিশন। কুয়াকাটা পৌর নির্বাচনের সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাচন কর্মকর্তা আব্দুর রশীদ বলেন, ইভিএম পদ্বতিতে কুয়াকাটা পৌর সভার নির্বাচন অনুষ্ঠিত হবে।

এ লক্ষে ভোটারদেরও ইভিএম সম্পর্কে ধারনা দেওয়ার জন্য দিনভর প্রশিক্ষন দেয়া হয়েছে। তবে কুয়াকাটা পৌর নির্বাচনে সবগুলো কেন্দ্র ঝুঁকিপূর্ণ এমনটা মাথায় রেখেই প্রশাসনের পক্ষ থেকে ভোট গ্রহণের দিন কয়েক স্তরে নিরাপত্তা বলয় রাখা হবে বলে তিনি সাংবাদিকদের জানিয়েছেন।

 

আপনার মতামত লিখুন :