কালকিনিতে বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা

প্রকাশিত : ২৬ ডিসেম্বর ২০২০

মাদারীপুর প্রতিনিধি: উৎসব মূখর পরিবেশের মধ্যেদিয়ে মাদারীপুরের কালকিনি উপজেলার রমজানপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ড আওয়ামীলীগের উদ্যোগে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী ও মহান বিজয় দিবস উপলক্ষে আলোচনা এবং ওয়ার্ড আওয়ামীলীগের কমিটি গঠনের লক্ষে প্রস্তুতি মূলক সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সন্ধ্যায় দক্ষিন রমজানপুর দাখিল মাদ্রাসা মাঠে আতশবাজির মাধ্যমে এ কার্যক্রম উদ্বোধন করা হয়।

এতে ৯নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি ফিরোজ হাওলাদারের সভাপতিত্বে উপস্থিত ছিলেন রমজানপুর ইউপি পরিষদের চেয়ারম্যান মোঃ ইউনুস আলী, ইউনিয়ন আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ নুরুল হক রাড়ী, সাধারন সম্পাদক মোঃ দুলাল হোসেন বেপারী, সহসভাপতি লকিতুল্লাহ তুলা, যুগ্ন সম্পাদক কাজী শহিদুল ইসলাম, সাবেক চেয়ারম্যান আব্দুস সালাম তালুকদার, সাংগঠনিক সম্পাদক বাবুল বেপারী, সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোস্তফা সদোর, ইউনিয়ন যুবলীগের সাধারন সম্পাদক জিএম মাসুদ, ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি বাহাদুর খান ও স্বেচ্ছাসেবকলীগের সভাপতি কাজী খোকন প্রমুখ।

 

আপনার মতামত লিখুন :