যুবলীগ নেতার ওপর হামলাকারীদের গ্রেপ্তার দাবি
প্রকাশিত : ২৬ ডিসেম্বর ২০২০
বরগুনা জেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সরিষামুড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইমাম হাসান শিপন জোমাদ্দারের ওপর হামলাকারীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন করেছেন ওই ইউনিয়ন পরিষদের সাবেক ও বর্তমান সদস্যরা।শুক্রবার (২৫ ডিসেম্বর) জাতীয় প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন করা হয়।সরিষামুড়ি ইউনিয়ন পরিষদের সদস্যরা জানান, গত ২০ নভেম্বর বিকেলে কালিকাবাড়ি সাতঘর এলাকায় একটি বিয়ের অনুষ্ঠানে জনপ্রতিনিধি হিসেবে অংশ নেন ইমাম হাসান শিপন। অনুষ্ঠান শেষে বাড়ি ফেরার পথে পূর্বশত্রুতার জের ধরে শিপনকে হত্যার উদ্দেশে হামলা চালায় ইউসুফ আলী শরীফ, তার চার ছেলেসহ পাঁচ-ছয় জন।
হামলাকারীদে দ্রুত গ্রেপ্তার করে শাস্তি দেওয়ার দাবি জানিয়েছেন তারা। মানববন্ধে বক্তব্য রাখেন মোঃ গোলাম কিবরিয়া শামীম, উপকমিটি মুক্তিযুদ্ধা বিষয়ক সম্পাদক কেন্দ্রীয় যুবলীগ, মোঃ রাইসুল ইসলাম রিপন, সাংগঠনিক সম্পাদক জেলা আওয়ামী লীগ,মো: মোফাজ্জল হোসেন বীর মুক্তিযোদ্ধা ও ইউনিয়ন আওয়ামীলীগ সাবেক সভাপতি,মোঃ মনিরুল ইসলাম লিটন, যুগ্ম সাধারণ সম্পাদক, জেলা যুবলীগ, মোঃ ইদ্রিসুল আলম, সভাপতি, শহীদ শেখ রাসেল স্মৃতি সমাজ কল্যাণ পাঠাগার, মোঃ জালাল আহমেদ মৃর্ধা, সাধারণ সদস্য এফবিসিসিআই ও সদস্য বাংলাদেশ মোবাইল ফোন রিচার্জ ব্যবসায়ী এসোসিয়েশন কেন্দ্রীয় কমিটি,মোঃ সোবাহান, সাবেক উপজেলা ভাইচ চেয়ারম্যান, মোঃ মাইনুদ্দীন পনু,সাধারণ সম্পাদক,বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় ছাত্রঐক্য পরিষদ কেন্দ্রীয় কমিটি প্রমুখ।