মৌলভীবাজারে ২০০ পথশিশুদের মধ্যে খাবার বিতরণ
প্রকাশিত : ২৬ ডিসেম্বর ২০২০
মশাহিদ আহমদ, মৌলভীবাজার: মৌলভীবাজারে গ্রীন ভলেন্টিয়ার এর ৪র্থ বর্ষ উদযাপন উপলক্ষে প্রায় ২০০ পথশিশুদের মধ্যে খাবার বিতরণ করা হয়েছে আজ ২৫ ডিসেম্বর শহরের গ্রীন হিল ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজ প্রাঙ্গনে। আয়োজিত অনুষ্টানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- গ্রীন হিল ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজের চেয়ারম্যান কাশেম আহমেদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- মৌলভীবাজার বিআরটি পরিচালক মোঃ হাবিবুর রহমান। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- গ্রীন হিল ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজের প্রিন্সিপাল (এন সি) নাযমা মাহমুদা, গ্রীন হিল ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজের লেকচারার হাবিবুর রহমান মুন্না, কেইক ও ক্লোক এর ফাউন্ডার এবং এক্সিকিউটিভ ডাইরেক্টর গ্রীন ভলিন্টিয়ার্স হুমায়রা তাবাস্সুম।
অনুষ্টানটি যৌত ভাবে পরিচালনা করেন- গ্রীন ভলিন্টিয়ার্স এর সভাপতি ও গ্রীন হিল ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজের প্রিন্সিপাল (বি সি) সায়মা রহমান রিমা এবং গ্রীন ভলিন্টিয়ার্স এর সাধারণ সম্পাদক ইফতেখার আলম রাফিন।