আত্রাইয়ে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও বার্ষিক ক্রীড়া পুরস্কার বিতরণ
প্রকাশিত : ১৪ ফেব্রুয়ারি ২০২০
রওশন আরা পারভীন শিলা, নওগাঁ জেলা প্রতিনিধি: নওগাঁর আত্রাইয়ে বিয়াম ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজের কৃতি শিক্ষার্থী সংবর্ধনা, সাংস্কৃতিক অনুষ্ঠান,বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও বনভোজন অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার সকাল ১০টায় বিয়াম ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজ,আত্রাই, নওগাঁর আয়োজনে উক্ত অনুষ্ঠানে আত্রাই উপজেলা নির্বাহী অফিসার ও সভাপতি বিয়াম ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজ,আত্রাই, নওগাঁর, সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ মোঃ এবাদুর রহমান। সভায় স্বাগত বক্তব্য রাখেন বিয়াম ল্যাবরেটরি ¯কুল এন্ড কলেজ অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মোঃ হেলালুর রহমান। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মমতাজ বেগম, উপজেলা আওয়ামী লীগ সভাপতি শ্রী নৃপেন্দ্র নাথ দত্ত দুলাল, সাধারণ সম্পাদক চৌধুরী গোলাম মোস্তফা বাদল, উপজেলা সহকারী শিক্ষা অফিসার মোঃ হাফিজুর রহমান, উপজেলা প্রেস ক্লাব সভাপতি ও তারা টিভি নওগাঁ জেলা প্রতিনিধি
একেএম কামাল উদ্দিন টগর, অবিভাবক সদস্য মোঃ বাবু ফৌজদার, মোঃ হেলাল উদ্দিন মাষ্টার, অবিভাবক সদস্য ও সাংবাদিক রওশন আরা পারভীন শিলা, শিক্ষক রাজিয়া বেগম, মুক্তা বেগম প্রমূখ। আলোচনা শেষে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয় এবং বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। বিকালে বিদ্যালয়ের শিক্ষার্থীদের পরিবেশনায় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।