কুয়াকাটা পৌর নির্বাচন: নৌকাকে বিজয়ী করতে প্রচারণায় জেলা যুবলীগ
প্রকাশিত : ২২ ডিসেম্বর ২০২০
কুয়াকাটা (পটুয়াখালী) প্রতিনিধি: আগামী ২৮ডিসেম্বর কুয়াকাটা পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এ নির্বাচনকে ঘিরে জমে উঠেছে প্রচার প্রচারণা। আসন্ন এই পৌর নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে দ্বিতীয় বারের মত মেয়র হওয়ার লড়াইয়ে নেমেছেন পৌর আওয়ামী লীগ সভাপতি ও বর্তমান পৌর মেয়র আঃ বারেক মোল্লা। ভোটারদের মন জয় করতে তুলে ধরছেন বর্তমান সরকারের উন্নয়নের চিত্র। নৌকা প্রতীকের প্রার্থীকে বিজয়ী করতে মাঠ চষে বেড়াচ্ছেন নেতাকর্মি ও সমর্থকরা।
স্থানীয় নেতাকর্মীদের পাশাপাশি ভোটের মাঠে নেমেছেন পটুয়াখালী জেলা যুবলীগের আহবায়ক আলহাজ্ব এ্যাড.আরিফুজ্জান রনি। মঙ্গলবার শেষ বিকেলে জেলা যুবলীগ ও কুয়াকাটা পৌর যুবলীগের উদ্যোগে কুয়াকাটা পৌরসভার ভোটার ও নেতাকর্মীদের নিয়ে নির্বাচনী প্রচারনায় নেমে নৌকার পক্ষে লিফলেট বিতরণ করেন।
লিফলেট বিতরণ শেষে কুয়াকাটা পৌর আওয়ামী লীগ আয়োজিত উঠান বৈঠকে অংশগ্রহন করেন। উঠান বৈঠকের বক্তব্যে জেলা যুবলীগ আহবায়ক আরিফুজ্জান রনি পদ্মাসেতু, পায়রা বন্দর,পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্র, পর্যটন নগরী কুয়াকাটা সহ দক্ষিনাঞ্চলেল উন্নয়নের চিত্র তুলে ধরে বলেন, নৌকা বঙ্গবন্ধুর মার্কা,শেখ হাসিনার মার্কা,আওয়ামী লীগের মার্কা।
দলীয় ভেদাবেদ ভূলে গিয়ে নৌকা প্রতীকের প্রার্থী আঃ বারেক মোল্লার বিজয় নিশ্চিত করতে ভোটারদের ভোট দেয়ার আহবান জানান তিনি। এসময় তিনি আরও বলেন, নৌকা বিজয়ী না হলে কুয়াকাটা পৌর এলাকার উন্নয়ন মুখ থুবরে পরবে। নৌকা বিজয়ী হলে কুয়াকাটার উন্নয়ন হবে। এসময় উপস্থিত ছিলেন,জেলা উপজেলা,মহিপুর থানা যুবলীগসহ বিভিন্ন ইউনিয়ন যুবলীগের নেতৃবৃন্দ।