কালকিনিতে অসহায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ
প্রকাশিত : ২২ ডিসেম্বর ২০২০
মাদারীপুর প্রতিনিধি: মাদারীপুরের কালকিনির গোপালপুর ইউনিনে অসহায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।আজ মঙ্গলবার সকাল থেকে বিকেল পর্যন্ত পরিষদ চত্তরে কালকিনি দ‚র্যোগ ও ত্রান শাখার অর্থায়ন ও উপজেলা প্রশাসনের সহযোগিতায় ইউনিয়নের চার শতাধিক শীতার্তদের মাঝে এই কম্বল বিতরণ করা হয়।
অনুষ্ঠানে কম্বল বিতরণ করেন গোপালপুর ইউপি চেয়ারম্যান ফরহাদ মাতুব্বর,ইউপি সচিব,মজনু মেম্বার ,রাজ্জাক মাতুব্বর,সেলিম মেম্বার সহ অন্যান্যরা। গোপালপুর চেয়ারম্যান ফরহাদ মাতুব্বর বলেন, সরকার অনেক রকম সাহায্য সহোযগিতা করে যাচ্ছে এবং আমি নিজেও নিজ তহবিল থেকে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণের ব্যাবস্থা নিয়েছি। যা আনি নিজে বাড়িবিাড়ি গিয়ে হাতে হাতে পৌছে দিবো।
কালকিনি উপজেলা নির্বাহী র্কমর্কতা আলমগির হোসেন জানান, আমরা পৌর সভা সহ প্রত্যেক ইউনিয়নে চারশত ষাটটি করে মোট ৭হাজার ৩শ ষাট টি কম্বল বিতরণ করেছি আবার বরাদ্দ পেলে আবারো বিতরণ করা হবে।