সংশপ্তক ও আমরা কুঁড়ির বিজয় দিবস পালন
প্রকাশিত : ২২ ডিসেম্বর ২০২০
মহান বিজয় দিবস উপলক্ষে আমরা কুঁড়ি ও সংশপ্তক উদ্যোগে আলোচনা, পুরস্কার বিতরন ও সাংস্কৃতিক অনুষ্ঠান ১৮ ডিসেম্বর সন্ধ্যায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় সংগীত ও নৃত্যকলা কেন্দ্র, ঢাকায় অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন-মোঃ বদরুল আরেফীন, মাননীয় সচিব, সংস্কৃতি বিষয়ক মন্ত্রনালয়।
বিশেষ অতিথি ছিলেন-গোলাম কুদ্দুছ, সভাপতি, সম্মিলিত সাংস্কৃতিক জোট, কুদ্দুস আফ্রাদ, সভাপতি, ঢাকা সাংবাদিক ইউনিয়ন, প্রনীতা সরকার, নারী উদ্যোক্তা ও উপদেষ্টা আমরা কুঁড়ি। বক্তব্য রাখেন-সংশপ্তকের সভাপতি মোসলেম উদ্দিন হাওলাদার এবং শিশু বক্তা কাজী রুহামা আহমেদ পরী।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আমরা কুঁড়ির চেয়ারম্যান মুশতাক আহম্মদ লিটন। অনুষ্ঠানে বিশ্ব শিশু দিবস উপলক্ষে ভাচ্যুয়াল আবৃত্তি ও চিত্রাংকন প্রতিযোগিতায় বিজয়ী ২৬ জন শিশুকে পুরস্কার প্রদান করা হয়।