নতুন বছর উপলক্ষে আসছে মিলার নতুন গান ‘আইস্যালা’ ভিডিও

প্রকাশিত : ২২ ডিসেম্বর ২০২০

নতুন বছর উপলক্ষে নতুন গান নিয়ে আসছেন রকস্টার মিলা। গানের শিরোনাম ‘আইস্যালা’। কণ্ঠ দেওয়ার পাশাপাশি গানটির গীতিকার ও সংগীত পরিচালক মিলা নিজেই। সময় নিউজকে এমনটাই জানিয়েছেন এ রকস্টার। তিনি জানান, ক্লাব ঘরানার গান এটি। জমকালো আয়োজনে মডার্ন ধাচে গানটির ভিডিও চিত্রায়ণ করা হয়েছে। মিউজিক ভিডিও নির্মাণ করেছেন মডেল ফটোগ্রাফার রফিকুল ইসলাম র‍্যাফ। যেহেতু গানটি ক্লাব নাম্বার, তাই দেশের সব ডিজে’কে এটি উৎসর্গ করেছেন মিলা।

বুধবার (২৩ ডিসেম্বর) জি সিরিজের ব্যানারে প্রকাশ হবে ‘আইস্যালা’। গানটি প্রসঙ্গে মিলা বলেন, করোনার লকডাউন পরিস্থিতিতে আমি একটা বিষয় উপলব্ধি করেছি যে, এমন একটা গান করা দরকার, যেটা মানুষকে শত হতাশার মধ্যেও আনন্দ, উদযাপন করতে অনুপ্রাণিত করবে। এটা তেমনই এক গান। বলে রাখা ভালো, এটা আমার প্রথম ক্লাব নাম্বার।

এদিকে, গানে প্রচারণায় দেশের জনপ্রিয় সব ডিজে’কে নিয়ে একসঙ্গে হাজির হবেন মিলা। সবাইকে নিয়ে ফেসবুক লাইভ করবেন তিনি। লাইভে অংশ নেবেন ডিজে রাহাত, ডিজে প্রিন্স, ডিজে সনিকা, ডিজে আকস, ডিজে জুডো, ডিজে তন্ময়, ডিজে রেক্সসহ আরও অনেকে।

https://www.facebook.com/milaislm/videos/226824598624871

আপনার মতামত লিখুন :