কলাপাড়ায় চোরের হামলায় বাড়িওয়ালা জখম
প্রকাশিত : ২১ ডিসেম্বর ২০২০
কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি।। পটুয়াখালীর কলাপাড়ায় চোরের হামলায় বাড়িওয়ালা মো.শাহজাদ হাওলাদার গুরুতর জখম হয়েছে। এসময় মিলন গাজী (৩০) নামের এক চোরকে আটক করেছে। আহত বাড়িওয়ালাকে কলাপাড়া হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনা ঘটেছে শনিবার রাত ৩ টার দিকে উপজেলার চাকামইয়া ইউনিয়নের শান্তিপুর গ্রামে।
স্থানীয় সূত্রে জানা গেছে, একদল চোর শনিবার গভীর রাতে মো.শাহজাদ হাওলাদারের ঘরে প্রবেশ করে। মালামাল নিয়ে যাওয়ার সময় টের পেয়ে সে ডাক চিৎকার দেয়। এসময় চোরেরা দৌড়ে পালিয়ে যাওয়ার সময় হাতে থাকা ধারলো অস্ত্র দিয়ে তাকে আঘাত করে। আটককৃত চোর মিলন গাজী পার্শ্ববর্তী উপজেলার আমতলী সদর ইউনিয়নের চলাভাঙ্গা গ্রামের আজিজ গাজীর ছেলে বলে জানা গেছে।
কলাপাড়া থানার ওসি খন্দকার মোস্তাফিজুর রহমান বলেন, খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। আহত বাড়িওয়ালাকে উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে ভর্তি করা হয়েছে। অভিযোগ পেলে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে বলে তিনি জানিয়েছেন।