আগামী ২৭ মার্চ সারাদেশে মুক্তি পাচ্ছে ‘সাহসী হিরো আলম’
প্রকাশিত : ১৪ ফেব্রুয়ারি ২০২০
সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া দেশের আলোচিত মডেল-অভিনেতা আরশাফুল হোসেন আলম ওরফে হিরো আলম। তার প্রযোজিত ছবি ‘সাহসী হিরো আলম’ সেন্সর বোর্ডের ছাড়পত্র পেয়েছে। খবরটি জানান হিরো আলম নিজেই।
হিরো আলম বলেন, ‘কোনো আলোচনা-সমালোচনা আমাকে আটকাতে পারেনি এবং আগামীতেও পারবেনা। আনকাট ছাড়পত্র পেয়েছে আমার ছবি। সব ঠিক থাকলে, আগামী ২৭ মার্চ এটি মুক্তি দেওয়া হবে।’ এর আগে, ‘সাহসী হিরো আলম’ ছবিটি ভালোবাসা দিবসে মুক্তির কথা শোনা গেলেও তা পেছানো হয়েছে। এর কারণ জানতে চাইলে হিরো আলম বলেন, ‘প্রথমে চেয়েছিলাম, ভালোবাসা দিবসে এটি মুক্তি দেব। কিন্তু হল বুকিং পাইনি বলে ছবির মুক্তির তারিখ পেছানো হয়েছে। আমি মনে করি, আমার ছবি মানুষ দেখবেই। কারণ আমার প্রতি মানুষের ভালোবাসা আছে।’
‘সাহসী হিরো আলম’ ছবিতে হিরো আলমের বিপরীতে অভিনয় করেছেন তিন নায়িকা সাকিরা মৌ, রাবিনা বৃষ্টি ও নুসরাত জাহান। ছবিটি পরিচালনা করেছেন এ আর মুকুল নেতৃবাদি। বগুড়ার ডিশ ব্যবসায়ী থেকে নিজেই টিভি চ্যানেলের খবর হয়ে উঠেছেন আরশাফুল হোসেন আলম ওরফে হিরো আলম। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিয়ে রাজনীতির মাঠেও নাম লিখিয়েছেন। এবার নিজের প্রযোজিত সিনেমা ‘সাহসী হিরো আলম’ নিয়ে আসছেন। আলম জানান, বড় খবর আছে। দ্রুতই মুক্তি পেতে যাচ্ছে আমার সিনেমা। ছবির শ্যুটিংয়ের কাজ শেষ। এডিটিংও শেষ। সব গুছিয়েই মাঠে নেমেছি।