বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি খুলনা জেলা শাখার পরিচিতি ও আলোচনা সভা
প্রকাশিত : ২০ ডিসেম্বর ২০২০
দেশের সড়ক, রেল, নৌ ও আকাশ পথের যাত্রীদের অধিকার প্রতিষ্ঠায় নিয়োজিত সরকার স্বীকৃত একমাত্র জাতীয় সংগঠন বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি খুলনা জেলা শাখার নবগঠিত কমিটির পরিচিতি ও আলোচনা সভা আজ ২০ ডিসেম্বর রবিবার সন্ধ্যায় নগরীর এক অভিজাত হোটেলে প্রকৌশলী রফিকুল আলম সরদারের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
সংগঠনের সিনিয়র সহ-সভাপতি অধ্যাপক এম. এ. মান্নান বাবলুর উপস্থাপনায় অনুষ্ঠিত সভায় স্বাগত বক্তব্য প্রদান করেন সাধারণ সম্পাদক জি. এম. ইউনুস আলী। সভার সভাপতি গণপরিবহনে যাত্রী হয়রানী, ভাড়া নৈরাজ্য, বিশৃঙ্খলা ও অরাজকতার প্রতিবাদে গঠিত এ সংগঠনের খুলনা জেলা শাখার দুই বছর মেয়াদী কমিটির সকলের পরিচয় করিয়ে দেন।
সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন এবং বক্তব্য প্রদান করেন ড. মোঃ হারুনর রশিদ, প্রকৌশলী এস এম আমজাদ হোসেন, শেখ মোঃ নাসির উদ্দিন, মোঃ হুমায়ুন কবির বালি, প্রকৌশলী বেনজির আহমেদ জুয়েল, এস এম নাজমুল হক, সাবেক সেনা কর্মকর্তা সহিদুল ইসলাম, মোঃ হাফিজুর রহমান, রাশেদ রানা, শেখ মনিরুল ইসলাম মনি, মোঃ মনির হোসেন, বিমল মল্লিক, অসীম কুমার বিশ্বাস, মোঃ জাহিদুর রহমান, শেখ মাঈনুল ইসলাম জুয়েল, ইসরাত জাহান জিনাত, হিমানিশ মণ্ডল, উৎপল জোদ্দার প্রমুখ।
বক্তারা এ সভায় সড়ক, রেল, নৌ ও আকাশপথে যাত্রীদের ন্যায্য অধিকার রক্ষায় একসাথে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।