অধিকার প্রতিষ্ঠা করতে হলে সুসংগঠিত হতে হবে: গোলাম মোহাম্মদ কাদের
প্রকাশিত : ২০ ডিসেম্বর ২০২০
জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের বলেন, হকার্সরা অনেক নির্যাতিত, নিপিড়িত ও বঞ্চিত। তারা বিভিন্ন কাজে জড়িত, তবে সুসংগঠিত নয়। নিজের স্বার্থে কাজ করতে পারেনা। অন্যের কাজে ব্যবহৃত হয় এবং নিজ স্বার্থবিরোধী কাজ করতে বাধ্য হয়। হকার্স রা বিভিন্নভাবে বঞ্চিত এবং অনিশ্চিতভাবে জীবন যাবন করছে। প্রভাবশালী সন্ত্রাসী চক্র থেকে বেরিয়ে আসতে হলে নিজেদের সংঘবদ্ধ হতে হবে এবং কোনো রাজনৈতিক দলের সংগঠনের সাথে সক্রিয়ভাবে জড়িত থাকতে হবে।
তিনি আজ জাতীয় পার্টির বনানীস্থ কার্যালয়ে মিলনায়তনে জাতীয় হকার্স পার্টির মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। হকার্স পার্টির সভাপতি আনোয়ার হোসেন আনুর সভাপতিত্বে মতবিনিময় সভায় আরো বক্তব্য রাখেনÑ জাতীয় পার্টির মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু, প্রেসিডিয়াম সদস্য এমরান হোসেন মিয়া, যুগ্ম মহাসচিব গোলাম মোহাম্ম রাজু, মোঃ শামসুল হক, জাতীয় হকার্স পার্টির নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন সহ-সভাপতি ফরহাদ হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক সাজেদুল হক লিটন, মহিলা বিষয়ক সম্পাদিকা রাবেয়া খাতুন।
উপস্থিত ছিলেন জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক মোঃ হেলাল উদ্দিন, সৈয়দ মঞ্জুর হোসেন মঞ্জু, হুমায়ুন খান, দফতর সম্পাদক-সুলতান মাহমুদ, দফতর-২ এম.এ. রাজ্জাক খান, শিক্ষা বিষয়ক সম্পাদক মিজানুর রহমান মিরু, যুগ্ম দফতর সম্পাদক- মাহবুব আলম, সমরেশ মন্ডল মানিক, কেন্দ্রীয় নেতা এমদাদুল হক রুমন, মোঃ ফারুক শেঠ, রিয়াজ আহমেদ, জিয়াউর রহমান বিপুল, আলমগীর হোসেন, সরোয়ার হোসেন, টুলু।