পথ শিশু সংগঠন বাংলার নাট্যলোক‘র মাস্ক ও শীতবস্ত্র বিতরণ

প্রকাশিত : ১৯ ডিসেম্বর ২০২০

মশাহিদ আহমদ, মৌলভীবাজার: পথ শিশু সংগঠন বাংলার নাট্যলোক এর উদ্যাগে হত দরিদ্র ১শত পথ শিশুর মধ্যে মাস্ক ও শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। সংগঠনের সভাপতি দুরুদ আহমদের সভাপতিত্বে ও সাংস্কৃতিক ব্যক্তি জহির হুসেনের পরিচালনায় এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- দৈনিক বাংলার দিন পত্রিকার সম্পাদক বকসি ইকবাল আহমদ,ব্যাংকার ও সমাজ সেবক আবু তাহের. মৌলভীবাজর প্রেসক্লাব সহ-সভাপতি এড নুরুল ইসলাম শেফুল, মোটর যান পরিদর্শকমো: হাফিজুল ইসলাম খান, জেলা যুব কল্যান সংস্হা মৌলভীবাজরের প্রতিষ্ঠাতা সভাপতি আলিম উদ্দিন হালিম, মনু থিয়েটারের প্রতিষ্ঠাতা সভাপতি সাইফুল ইসলাম সুহেল,নতুন কুড়ির মেলা সভাপতি ইকবাল হুসেন রিংকু প্রমূখ।

 

আপনার মতামত লিখুন :