কলাপাড়ায় শীতার্ত মানুষের হাতে কম্বল তুলে দিলেন এমপি মহিব
প্রকাশিত : ১৮ ডিসেম্বর ২০২০
কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি,১৮ ডিসেম্বর।। পটুয়াখালীর কলাপাড়ায় হতদরিদ্র শীতার্ত মানুষের মাঝে ১১‘শ কম্বল বিতরন করেছেন পটুয়াখালী-৪ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মহিব্বুর রহমান মহিব এমপি। শুক্রবার বেলা এগারোটায় উপজেলার ধুলাস্বর ইউনিয়নের আলহাজ্ব জালাল উদ্দিন কলেজ মাঠে এবং ইউনিয়ন আওয়ামীলীগ কার্যালয়ে তিনি উপস্থিত থেকে ওই সব মানুষের হাতে কম্বল তুলে দেন।
এসময় তার সহধর্মীনি উপজেলা মহিলা আওয়ামীলীগের আহবায়ক ফাতেমা আক্তার রেখা, ধুলাস্বার ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জলিল মাষ্টার, ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ইউনুছ দালাল সহ স্থানীয় আওয়ামীলীগ ও তার অঙ্গ সংগঠনের নেতা কর্মী উপস্থিত ছিলেন। প্রতি বছরের ধারাবাহিকতায় এবারও এমপি নিজ অর্থায়নে তার সংসদীয় এলাকায় অসহায় হতদরিদ্র মানুষের মাঝে ১৭ হাজার কম্বল বিতরন করবেন বলে তিনি জানান।