তেঁতুলিয়ায় মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রার রেকর্ড

প্রকাশিত : ১৮ ডিসেম্বর ২০২০

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা ৯ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। এবারও বেশ আগেভাগেই ঠাণ্ডা পড়েছে। হিমালয়ের হিমেল বাতাসের কারণে বেশ ঠাণ্ডা অনুভূত হচ্ছে। তেঁতুলিয়ায় লাগাতার তিনদিন ধরে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। যা আজ শুক্রবার (১৮ ডিসেম্বর) সকালে ৯ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।

এ দিকে, সন্ধ্যার পর থেকে পরদিন সকাল পর্যন্ত হিমেল বাতাসের কারণে সবচেয়ে বেশি বিপাকে পড়েছে খেটে খাওয়া মানুষ। আবহাওয়া পরিবর্তনের কারণে শীতার্ত মানুষের স্বাভাবিক জীবনযাত্রাকে বিপর্যস্ত করে তুলেছে। অসহনীয় এই অব্যাহত শীতে শিশু এবং বয়স্ক মানুষ শীতজনিত নানা রোগে আক্রান্ত হয়ে ভর্তি হচ্ছে হাসপাতালে।

পঞ্চগড় তেঁতুলিয়া আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা রাসেল শাহ্ দৈনিক অধিকারকে বলেন, আজ সকাল ৯টায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ৯ ডিগ্রি সেলসিয়াস। অন্যদিকে গত বৃহস্পতিবার (১৭ ডিসেম্বর ) দিনের সর্বনিম্ন তাপমাত্রা সকাল ৯ টায় রেকর্ড করা হয় ১০ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা।

আপনার মতামত লিখুন :