বান্দরবানে বিভিন্ন উন্নয়ন কাজের উদ্বোধন করেছেন পার্বত্য মন্ত্রী

প্রকাশিত : ১৭ ডিসেম্বর ২০২০

রিমন পালিত, বান্দরবান প্রতিনিধি: দেশনেত্রী শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে পার্বত্য অঞ্চলে কাজ করে যাচ্ছে পার্বত্য মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং। প্রতিনিয়ত উন্নয়নের ধারাবাহিকতা বজায় রেখে বান্দরবানের মত পাহাড়ি অঞ্চলের সকল জায়গায় উন্নয়নের ছোঁয়ার হাত রেখেছে পার্বত্য মন্ত্রী বীর বাহাদুর ।

আজ ১৭ ডিসেম্বর বৃহস্পতিবার সকালে বান্দরবান চট্টগ্রাম মহাসড়কের কেবি সড়ক হতে কানাপারা পর্যন্ত সড়কের কার্পেটিং কাজের শুভ উদ্বোধন করেছেন পার্বত্য মন্ত্রী বীর বাহাদুর। এই সময় আরো উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের সদস্য পরিকল্পনা বিভাগের ডা: প্রকাশ কান্তি চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আছাদুজ্জামান, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) এর নির্বাহী প্রকৌশলী মোঃ জিল্লুর রহমান, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আবু বিন মোঃ: ইয়াসির আরাফাত সহজ সুশীল সমাজের সকল প্রতিনিধিবৃন্দ ।

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর এলজিইডি এর ৭ কোটি ৭৭ লক্ষ ৫৩ হাজার টাকা ব্যায়ে ৩ হাজার মিটার কার্পেটিং কাজের উদ্বোধন করা হয় । উদ্বোধন অনুষ্ঠানে অতিথিরা বলেন দেশের উন্নয়নে কাজ করে যাচ্ছে বর্তমান সরকার যার ধারাবাহিকতা ও কার্যক্রম বর্তমানের মতো ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

 

আপনার মতামত লিখুন :