নারায়ণগঞ্জে বিজয় দিবসে বিনামূল্যে চিকিৎসা সেবা অনুষ্ঠিত
প্রকাশিত : ১৭ ডিসেম্বর ২০২০
মোঃ পন্ডিত হোসেন, নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ নারায়ণগঞ্জে শহীদনগর মহান বিজয় দিবস উপলক্ষে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে। বুধবার ১৬ডিসেম্বর সকালে শহীদনগর সমাজ কল্যাণ পরিষদে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মানবাধিকার কাউন্সিল নারায়ণগঞ্জ জেলার সভাপতি আলহাজ ফয়েজউদ্দিন আহমেদ লাভলু। সম্মানিত অতিথি শহীদনগর পঞ্চায়েত কমিটির সভাপতি মোঃ আনোয়ার দেওয়ান, কাজল মিয়া, মোজাম্মেল হক মুন্সি, মহসিন মিয়া।
বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করেন ডাক্তার একেএম শফিউদ্দীন আহমেদ মিন্টু, ডাক্তার এরশাদ হোসেন, ডাক্তার রেজাউল করিম, ডাক্তার হীরা। সকাল ৯ টা থেকে দুপুর ২ টা পর্যন্ত চিকিৎসা সেবা চলে। অনুষ্ঠানটি পরিচালনা করেন রাকিব, অনিক, জাকির, ফয়সাল, শাকিল ,পার্থ, ইমন, বাপ্পি জুবায়ের, হৃদয়, তামিমসহ আরো অনেকে।সার্বিক ব্যবস্থাপনা ছিলেন সালাউদ্দিন চৌধুরী বিটু।