গার্মেন্টস শ্রমিকদের মহান বিজয় দিবস পালিত
প্রকাশিত : ১৭ ডিসেম্বর ২০২০
আজ ১৬ ডিসেম্বর’২০২০ইং মহান বিজয় দিবস। গার্মেন্টস শ্রমিকদের পক্ষ থেকে গ্রীণ বাংলা গার্মেন্টস ওয়ার্কার্স ফেডারেশনের উদ্যোগে গৌরবের এ দিবসে সাভার জাতীয় স্মৃতি সৌধ-এ সকাল ১০:০০ঘটিকায় শ্রদ্ধাঞ্জলি ও পুস্পস্তর্বক অর্পন করা হয়।
ফেডারেশনের সভাপতি সুলতানা বেগমে ও সাধারণ সম্পাদক মোঃ ইলিয়াস এর নেতৃত্বে মহান স্বাধীনতা যুদ্ধের বীর শহিদের প্রতি জাতীয় স্মৃতি সৌধে শ্রদ্ধাঞ্জলি ও পুস্পস্তর্বক এর সময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সহ-সভাপতি সুইটি আক্তার, সাংগঠনিক সম্পাদক মোঃ ফরিদ উদ্দিন,মিরপুর থানা কমিটির সাংগঠনিক সম্পাদক মোঃ তাহেরুল ইসলাম, গাজীপুর জেলা কমিটির সহ-সভাপতি সুমি আক্তারসহ আশুলিয়া ও সাভার এলাকার বিভিন্ন গার্মেন্টস শ্রমিকবৃন্দ।