শার্শা উপজেলায় বঙ্গবন্ধুর ২য় বৃহত্তম ম্যুরাল উদ্বোধন
প্রকাশিত : ১৬ ডিসেম্বর ২০২০
সুমা খাতুন,বেনাপোল প্রতিনিধি: যশোরের শার্শা উপজেলা পরিষদ চত্বরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ২য় বৃহত্তম ম্যুরাল উদ্বোধন করা হয়েছে।
যশোর-১, শার্শা আসনের সংসদ সদস্য আফিল উদ্দিন এমপি বুধবার ১৬ ডিসেম্বর সকাল সাড়ে ৮টার সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ ম্যুরাল উদ্বোধন করেন।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলার চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা সিরাজুল হক মঞ্জু, উপজেলা নির্বাহি অফিসার পুলক মন্ডল, উপজেলা সহকারী ভূমি কমিশনার রাসনা শারমিন মিথি, শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বদরুল আলম, বেনাপোল ফায়ার সার্ভিস এন্ড ডিফেন্সের ইনচার্জ তৌহিদুর রহমান, উপজেলা আঃলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব নুরুজ্জামান, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সালেহ আহমেদ মিন্টু, যুগ্ম সাধারন সম্পাদক অধ্যক্ষ ইব্রাহিম খলিল ও আসাদুজ্জামান বাবলু, যশোর জেলা সাবেক শিক্ষা বিষয়ক সম্পাদক আসিফ-উদ-দৌলাহ্ সরদার অলোক, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এমপির ব্যক্তিগত সহকারী আসাদুজ্জামান আসাদ ,পৌর আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব এনামুল হক মুকুল ও সাধারণ সম্পাদক আলহাজ্ব উদ্দিন, ছাত্রলীগ নেতা আব্দুর রহিম সর্দার ,উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, শার্শা উপজেলা সকল সরকারি কর্মকর্তা ও উপজেলার ১১টি ইউনিয়নের চেয়ারম্যানবৃন্দ প্রমুখ।
ম্যুরালটির নির্মানে আর্থিক ব্যয় সরকার বহন করেছে ১ ভাগ,বাকী ৩ ভাগ অর্থ এমপি শেখ আফিল উদ্দিনের নিজস্ব অর্থায়নে নির্মিত হয়েছে। প্রায় ২০ লাখ টাকার উর্ধ্বে ব্যয়ে নির্মিত এ ম্যুরাল উদ্বোধন শেষে জাতির জনকের পরিবার এবং দেশ ও জাতির কল্যাণ কামনায় দোয়া করা হয়।