কলাপাড়ায় মুজিববর্ষ উপলক্ষে ভলিবল টুর্নামেন্ট’র পুরুষ্কার বিতরণ
প্রকাশিত : ১৬ ডিসেম্বর ২০২০
কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি।। পটুয়াখালীর কলাপাড়ায় মুজিববর্ষ উপলক্ষে ভলিবল টুর্নামেন্ট’র ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে পৌর শহরের খেপুপাড়া সরকারী মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়।
খেলা শেষে বিজয়ীদের মধ্যে পুরুস্কার বিতরন করেন প্রধান অতিথি পটুয়াখালী- ৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব অধ্যক্ষ মহিববুর রহমান মহিব এমপি।
এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু হাসানাত মোহাম্মদ শহীদুল হক, পটুয়াখালী জেলা ক্রীড়া অফিসার মো.সাইদুল ইসলাম, ক্ষেপুপাড়া সরকারী মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুর রহিম উপস্থিত ছিলেন।