গলাচিপায় শহিদ বুদ্ধিজীবী দিবস স্মরণে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান

প্রকাশিত : ১৬ ডিসেম্বর ২০২০

সঞ্জিব দাস, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালীর গলাচিপায় শহিদ বুদ্ধিজীবী দিবস স্মরণে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করেছে উপজেলা আওয়ামী লীগ। পৃথিবীর ইতিহাসের এক কালো অধ্যায়। ১৯৭১ সালের এদিনে বাঙালির চ‚ড়ান্ত বিজয়ের ঊষালগ্নে হানাদার বাহিনী তাদের নিশ্চিত পরাজয় আঁচ করতে পেরে জাতিকে মেধাশূন্য করার হীন উদ্দেশ্যে স্বাধীনতা বিরোধী রাজাকার-আলবদর-আল শামস বাহিনীর সহযোগিতায় দেশের প্রথিতযশা শিক্ষাবিদ, চিকিৎসক, সাহিত্যিক, সাংবাদিক, শিল্পীসহ বহু গুণীজনকে নির্মমভাবে হত্যা করে। জাতির এই সূর্যসন্তানদের মহান আত্মত্যাগকে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করে উপজেলা আওয়ামী লীগ অফিস কার্যালয়ে সোমবার সন্ধ্যা ৭টায় আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক সন্তোষ কুমার দে। সভা পরিচালনা করেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম মস্তফা টিটো। এ সময় উপস্থিত ছিলেন সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. হারুন-অর-রশিদ, সহ-সভাপতি হাজী মজিবুর রহমান, উপজেলা পরিষদ চেয়ারম্যান মু. শাহীন শাহ, এ্যাডভোকেট আ. খালেক মিয়া, মো. রেজাউল করিম, সর্দার মো. শাহ আলম, মো. জুয়েল গাজী, মো. আলমগীর হোসেন, আবিদ হোসেন রুবেল, সাজ্জাদ আহমেদ মাসুদ প্রমুখ।

 

আপনার মতামত লিখুন :