বেনাপোল জিরো পয়েন্টে ভারত-বাংলাদেশ বাণিজ্য বৈঠক অনুষ্ঠিত
প্রকাশিত : ১৫ ডিসেম্বর ২০২০
সুমা খাতুন,বেনাপোল প্রতিনিধি: দেশের বৃহত্তম স্থলবন্দর বেনাপোল দিয়ে ভারত-বাংলাদেশের মধ্যে বাণিজ্য অগ্রগতি বাড়ানো জন্য দুই দেশের বিভিন্ন সংগঠনের প্রতিনিধিদের মধ্যে বািনজ্য বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার দুপুর ২ টা থেকে ৪ টা পর্যন্ত বেনাপোল-পেট্রাপোল নোম্যান্সল্যান্ডে বানিজ্য বৈঠক অনুষ্ঠিত হয়।
বানিজ্য বৈঠকে দুই দেশের ব্যবসায়ী সংগঠনের নেতারা বলেন, সুষ্ঠ ব্যবস্থাপনা আর অবকাঠামোগত সমস্যার কারনে নানান ভাবে এপথে বাণিজ্য ব্যহত হচ্ছে। দিন দিন আমদানি-রফতানির চাহিদা বাড়লেও এসব সমস্যার কারণে বাণিজ্য প্রসারে হচ্ছে না। এতে ব্যবসায়ীরা যেমন লোকশানের কবলে পড়ছেন তেমনি সরকারও হারাচ্ছে রাজস্ব। আলোচনায় দুই দেশের কাস্টমস ও বন্দরের কর্মকর্তারা বাণিজ্য সহজীকরনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনে ব্যবসায়ী সংগঠনগুলোকে সহযোগীতার
প্রতিশ্রুতি দেন।
বানিজ্য বৈঠকে ভারতের পক্ষে উপস্থিত ছিলেন, পেট্রাপোল কাস্টমসের রফতানি বিভাগের পরিচালক রাজস্ব কর্মকর্তা মিস্টার মিশ্র, পেট্রাপোল সিঅ্যান্ডএফ স্টাফ এ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক কার্তিক চন্দ্র, বঁনগা গুডস ট্রান্সপোর্ট এ্যাসোসিয়েশনের সেক্রেটারী অরুণ সাহা।
বাংলাদেশে পক্ষে বৈঠকে উপস্থিত ছিলেন, বেনাপোল কাস্টমস হাউজের ডেপুটি কমিশনার অনুপম চাকমা, ডেপুটি কমিশনার মোস্তাফিজুর রহমান, বেনাপোল বন্দরের সহকারী পরিচালক আতিকুল ইসলাম, বেনাপোল সিঅ্যান্ডএফ অ্যাসোসিয়েশনের সভাপতি মফিজুর রহমান সজন, সহ-সভাপতি শিমুল হোসেন, বেনাপোল সিএন্ডএফ স্টাফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সাজেদুর রহমান।
উল্লেখ যগ্য, এপথে ভারতীয় আমদানি পণ্যের মধ্যে রয়েছে শিল্পকারখানার কাাঁচামাল,তৈরী পোশাক,মেশিনারিজ,গর্মেন্টস পণ্য ,কেমিক্যাল পণ্য,কাগজ, মাছ ও বিভিন্ন ধরনের খাদ্য দ্রব। এছাড়া বাংলাদেশি রফতানি পণ্যের মধ্যে উল্লেখ্য যোগ্য পাট ও পাট জাতপণ্য, তৈরী পোশাক,কাঁচা লোহা,বসুন্ধারা টিসু,মেলামাইন,রাইস ডাস্ট, মেহেগনী ফল, মশারী,টুকরা কাপড়(জুট) ও মাছ রয়েছে।