গলাচিপায় শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আলোচনা সভা

প্রকাশিত : ১৪ ডিসেম্বর ২০২০

সঞ্জিব দাস, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালীর গলাচিপা উপজেলা প্রশাসনের উদ্যোগে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তন হল রুমে গলাচিপা উপজেলা নির্বাহী অফিসার আশীষ কুমারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন গলাচিপা উপজেলা পরিষদের চেয়ারম্যান মু. শাহীন শাহ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গলাচিপা উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক সন্তোষ দে, সহকারী কমিশনার (ভূমি) মো. নজরুল ইসলাম, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান সালমা ওয়াহিদ।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা, উপজেলা প্রকৌশলী মো. জাহাঙ্গীর হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা এসআরএম সাইফুল্লাহ, উপজেলা সমবায় কর্মকর্তা কামরুল আহসান মিঞা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এস.এম দেলোয়ার হোসাইন, প্রশাসনিক কর্মকর্তা আ. মন্নান মিয়া, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মাহবুব হাসান শিবলী, উপজেলা উপ-সহকারী প্রকৌশলী মো. মাকসুদুর রহমান, মুক্তিযোদ্ধা সামসুদ্দিন শানু মিয়া, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হাজী মজিবুর রহমান, উপজেলা আওয়ামী যুগ্ম সম্পাদক সর্দার মু. শাহ আলম, চিকনিকান্দী ইউপি চেয়ারম্যান সাজ্জাদ হোসেন রিয়াদ, মুক্তিযোদ্ধা আব্দুল কাদের বিশ^াস, গলাচিপা প্রেস ক্লাবের সভাপতি সমিত কুমার দত্ত মলয়, গলাচিপা রিপোর্টার্স ক্লাবের সভাপতি সাজ্জাদ আহমেদ মাসুদ, সিনিয়র সাংবাদিক খালিদ হাসান মিল্টন, নারী উন্নয়ন নেত্রী ফৌজিয়া বেগম প্রমুখ।

সভা সঞ্চালনা করেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. ওলিউল্লাহ। এ সময় প্রধান অতিথি উপজেলা পরিষদের চেয়ারম্যান মু. শাহীন শাহ বলেন, ১৪ই ডিসেম্বর, শহীদ বুদ্ধিজীবী দিবস। ১৯৭১ সালের এই দিনে, তৎকালীন পশ্চিম পাকিস্তানের হানাদার বাহীনি পরাজয় নিশ্চিত যেনে, বাঙ্গালি জাতীর মেরুদন্ড ভেঙ্গে দিতে নির্বিকারে হত্যা করে দেশের শত শত বুদ্ধিজীবিকে। বাঙ্গালি জাতীকে দমিয়ে রাখার এই প্রচেষ্টায় তারা সফল হতে না পারলেও, আমরা হারিয়েছি শত শত মেধাবী কর্ণধার। যে ক্ষতি কখনো ফুরাবার নয়।

 

আপনার মতামত লিখুন :