কুয়াকাটা পৌর নির্বাচন- প্রতীক বরাদ্বের পর প্রচারণায় ধানের শীষ
প্রকাশিত : ১৩ ডিসেম্বর ২০২০
কুয়াকাটা (পটুয়াখালী) প্রতিনিধি: প্রতীক পেয়ে প্রচারণায় নেমেছে প্রার্থীরা। জমে উঠতে শুরু করেছে কুয়াকাটা পৌর নির্বাচনী প্রচার-প্রচারণা। বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত ধানের শীষ প্রার্থী আলহাজ্ব মোঃ আঃ আজিজ মুসুল্লীর পক্ষে শনিবার (১২ নভেম্বর) বিকাল থেকে কুয়াকাটা পৌর বিএনপির উদ্যোগে নির্বাচনী অফিসে উঠান বৈঠক করেন।
পৌর বিএনপি যুগ্ম আহবায়ক ও নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক জসিম উদ্দিন বাবুল ভূইয়ার সভাপতিত্বে আয়োজিত উঠান বৈঠকে প্রধান অতিথি ছিলেন কলাপাড়া পৌর বিএনপির সাধারণ সম্পাদক এ্যাড.হাফিজুর রহমান চুন্নু। উঠান বৈঠক শেষে কলাপাড়া উপজেলা বিএনপির নেতৃবৃন্দকে নিয়ে লিফলেট বিতরণ ও শো-ডাউন করেন। এসময় তারা ধানের শীষে ভোট দেওয়ার আহবান জানান এবং বিএনপির নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে ধানের শীষকে বিজয়ী করার আহবান করেন ।
এসময় উপস্থিত ছিলেন কলাপাড়া উপজেলা বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক গাজী ফারুক, মুছা তাওহীদ নান্নু মুন্সী, শাহজাহান পারভেজ, কলাপাড়া উপজেলা যুবদল সভাপতি গাজী আক্কাস, লতাচাপলী ইউনিয়ন বিএনপি সভাপতি মহিউদ্দিন মুসুল্লী সুলতান, সাধারণ সম্পাদক মোঃ সেলিম হাওলাদার সহ কলাপাড়া উপজেলা, মহিপুর থানা ও কুয়াকাটা পৌর এলাকার বিএনপি ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ।
উল্লেখ্য আগামী ২৮ ডিসেম্বর ইভিএম পদ্ধতিতে কুয়াকাটা পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হবে। পৌরসভায় মোট ভোটার ৮ হাজার ১২২ জন। বর্তমানে কুয়াকাটা নির্বাচন উপলক্ষে উৎসব মুখর পরিবেশ বিরাজ করছে। মেয়র পদে ৪ জন, সাধারণ কাউন্সিলর পদে ৩১ জন এবং সংরক্ষিত নারী কাউন্সিলর ৮জন প্রতিদ্বন্ধিতা করছেন বলে উপজেলা নির্বাচনী অফিস নিশ্চিত করেছেন।