মৌলভীবাজারে জয়িতা জলিসহ ১০ নারীকে সম্মাননা প্রদান

প্রকাশিত : ১২ ডিসেম্বর ২০২০

মশাহিদ আহমদ, মৌলভীবাজার: মৌলভীবাজারে বাংলাদেশ গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৩নং কামালপর ইউনিয়ন দলনেত্রী জলি বেগমকে নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যামে জীবন শুরু করায় জয়িতা সম্মাননা প্রদান করা হয়েছে। আর্ন্তজাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উপলক্ষে সমাজের বিভিন্ন কাজে অবদানের স্বীকৃতিস্বরুপ জেলার ১০জন নারীকে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে সংবর্ধনা দেয়া হয়।

জয়িতা অন্বেষনে বাংলাদেশ প্রকল্পের আওতায় মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে এই সংবর্ধনা দেয়া হয়। জয়িতাদের হাতে ক্রেষ্ট ও উপহার সামগ্রী তোলে দেন জেলা প্রশাসক মীর নাহিদ আহসান। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মামুনুর রশিদ এর সভাপতিত্বে এবং জেলা শিশু বিষয়ক কর্মকর্তা জসীম উদ্দিন মাসুদ এর পরিচালনায় বক্তব্য রাখেন জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক ভিকারুন নেছা, জয়ীতা শিরিন আক্তার,মোছাম্মত ছাফা বেগম,ফাতেহা ফেরদৌসি চৌধুরী রেজিয়া রহমান, নজরুল ইসলাম মুহিব,ডা: বিরেন্দ্র ভৌমিক,অতিরিক্ত পুলিশ সুপার জিয়াউর রহমান সদও উপজেলা নির্বাহী অফিসার শরিফুল ইসলাম।

জেলার শ্রেষ্ট ৫জন জয়িতা নির্বাচিত হন-অর্থনীতিতে অবদানের জন্য শিরিন আক্তার, সফল জননী সুকৃতি ভৌমিক, চাকুরীক্ষেত্রে সফলতার জন্য রাশেদা বেগম, নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্দোমে কাজ শুরু করা জন্য মোছা: ছাপা বেগম, সমাজ উন্নয়নে অবদানের জন্য ফাতেহা ফেরদৌস চৌধুরী প্রমুখ।

 

আপনার মতামত লিখুন :