স্বাস্থ্য সহকারীদের কর্মবিরতিতে দশমিনায় শিশু-গর্ভবতী স্বাস্থ্যঝুঁকিতে
প্রকাশিত : ১১ ডিসেম্বর ২০২০
দশমিনা (পটুয়াখালী) প্রতিনিধি।। নিয়োগবিধি সংশোধন ও বেতন আপগ্রেডেশন দাবিতে ১৬দিন ধরে কর্মবিরতি পালন অব্যাহত রেখেছে পটুয়াখালীর দশমিনায় ২৫জন স্বাস্থ্য কর্মীরা। গতমাসের ২৬নভেম্বর থেকে সকল টিকাদান কর্মসূচি বন্ধ রেখে এ কর্মবিরতি চলছে।
এতে করে চলতি মাসের ১১তারিখ প্রর্যন্ত উপজেলার ৭টি ইউনিয়নের প্রায় ১হাজার শিশু ১০টি রোগের ভ্যাক্সিন, গর্ভবতী, কিশোরি এবং সাধারন মহিলা সাড়ে ৬শ’ জন টিটি টিকা থেকে বঞ্চিত হয়েছে। দাবি পূরণের প্রজ্ঞাপন না হওয়া পর্যন্ত তাদের এ কর্মবিরতি অব্যাহত থাকবে বলে ঘোষনা করেন এসকল স্বাস্থ্য কর্মীরা। চলমান কর্মসূচিতে বক্তব্য রাখেন উপজেলা দাবী বাস্তবায়ন কমিটির আহŸায়ক পরিদর্শন ইনচার্জ মোঃ জাকির হোসেন, মোঃ ইমাম হোসেন রবিউল ইসলামসহ আরও অনেকে।
এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোঃ মোস্তাফিজুর রহমান জানান, উপজেলার স্বাস্থ্য কর্মীরা কর্মবিরতি পালনের ফলে মাঠ পর্যায়ে ইপিআই কার্যক্রম ব্যাহত হচ্ছে। কর্মবিরতির ফলে স্বাস্থ্য ঝুঁকির মধ্যে পরেছে শিশু, গর্ভবতী ও সাধারন মহিলারা। আশা করছি কর্তৃপক্ষের সাথে আলোচনার মাধ্যমে দ্রæত সমাধান হবে ।