মহামারি করোনাভাইরাসে আক্রান্ত শিক্ষামন্ত্রী ভালো আছেন
প্রকাশিত : ১১ ডিসেম্বর ২০২০
মহামারি করোনাভাইরাসে আক্রান্ত আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি ভালো আছেন। তার কোনো উপসর্গ নেই। পরীক্ষায় পজিটিভ ধরা পড়ার আগের দিন সামান্য জ্বর অনুভূত হলেও আর কোনও লক্ষণ পাওয়া যায়নি। শুক্রবার (১১ ডিসেম্বর) মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ আবুল খায়ের এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান, গত শনিবার (৫ ডিসেম্বর) শিক্ষামন্ত্রী ডা. দীপ মনি জ্বর অনুভব করেন। রোববার রাতে তার পজিটিভ রিপোর্ট আসে। এরপর তার ব্যক্তিগত চিকিৎসকরা বাসায় তাকে চিকিৎসা দেন। মোহাম্মদ আবুল খায়ের বলেন, শিক্ষামন্ত্রী নিজে একজন চিকিৎসক। তার বন্ধু আইইডিসিআরের পরিচালক মীরজাদী সেব্রিনা ফ্লোরা ছাড়াও অন্য চিকিৎসক বন্ধুরা তার খোঁজ-খবর নিচ্ছেন। তিনি এখন ভালো আছেন। তবে তার করোনা পজিটিভ।