বরিশালে মানবাধিকার সুরক্ষায় তারুণ্যের অভিযাত্রা
প্রকাশিত : ১১ ডিসেম্বর ২০২০
বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে বরিশালে তরুণরা সাইকেল র্যালির আয়োজন করেছে। ‘ঘুরে দাঁড়াবো আবার, সবার জন্য মানবাধিকার’ প্রতিপাদ্যকে সামনে নিয়ে অশ্বিনী কুমার হল প্র্রাঙ্গনে বিকেল সাড়ে ৩ টার দিকে তরুণরা রঙবেরঙের মানবাধিকারের দাবি সম্বলিত নানা রকমের প্লাকার্ড ও সাইকেল নিয়ে জড়ো হতে থাকে। স্বেচ্ছাসেবী সংগঠন প্রতীকি যুব সংসদের আয়োজনে এবং গেøাবাল প্লাটফর্ম বাংলাদেশ ও একশনএইডের সহযোগিতায় সাইকেল র্যালি উদ্ধোধন করেন বরিশাল মেট্রোপলিটন প্রেস ক্লাবের সভাপতি আবুল কালাম আজাদ।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন প্রতীকি যুব সংসদের চেয়ারপারসন আমিনুল ইসলাম, সংগঠনটির প্রধান নির্বাচন কমিশনার বাহাউদ্দিন গোলাপ, নির্বাহী প্রধান সোহানুর রহমান, কোস্টাল ইয়ুথ একশন হাবের ম্যানেজার জুবায়ের ইসলাম প্রমুখ। অধশত তরুণ এই সাইকেল র্যালিতে অংশ নিয়ে মানবাধিকার সুরক্ষার আহবান জানান। এ সময় বক্তারা বলেন, ‘বরিশালে যেন নারী-শিশু ধর্ষন, হত্যা, সহিংসতাসহ কোন রকম মানবাধিকার লঙ্ঘনের ঘটনা না ঘটে। সারা দেশের অবহেলিত, নির্যাতিত, প্রতিবন্ধী ও পিছিয়ে পড়া জনগণের মৌলিক অধিকার যাতে ক্ষুন্ন না হয় সেদিকে লক্ষ্য রাখতে রাষ্ট্রকে দায়িত্বশীল ভ‚মিকা রাখতে হবে।
এছাড়া বরিশালে মানবাধিকার লঙ্ঘনের কোন ঘটনা ঘটলে দ্রæততার সঙ্গে অপরাধীদের আইনের আওতায় আনাসহ তাদেরকে যথাযথ শাস্তি প্রদান করতে হবে। তারুণ্য এ দেশের শক্তির উৎস। এই তরুণ প্রজন্মকে তথ্য প্রযুক্তিতে দক্ষ করে গড়ে তুলতে হবে। মানবাধিকার সুরক্ষা ও অংশগ্রহণমূলক গণতন্ত্রের প্রতি এই তরুণ সমাজকে আকৃষ্ট করতে হবে।