গলাচিপায় গরীব অসহায় মহিলাদের মাঝে খাদ্য ও সুরক্ষা সামগ্রী বিতরণ

প্রকাশিত : ১১ ডিসেম্বর ২০২০

সঞ্জিব দাস, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালীর গলাচিপা উপজেলার গলাচিপা সদর ইউনিয়নের দক্ষিণ পক্ষিয়া স্লুইজ ঘাট ও উত্তর পক্ষিয়া স্টিমার ঘাট নামক স্থানে বৃহস্পতিবার দুপুর ১ টায় এলজিইডি’র আয়োজনে জলবায়ু সহনশীল গ্রামীণ অবকাঠামো প্রকল্প বয়স্ক শিক্ষা কার্যক্রম অনুষ্ঠানে এই ২ টি কেন্দ্রে শিক্ষার্থীদের মাঝে ৪০ পিস শাড়ি এবং খাদ্য সামগ্রী হিসেবে তেল, ডাল, সাবান ও মাস্ক বিতরণ করা হয়।

এসব বিতরণকালে উপস্থিত ছিলেন পটুয়াখালী ক্রিপ এলজিইডি আছিয়া আক্তার, গলাচিপা প্রেস ক্লাবের সভপতি সমিত কুমার দত্ত মলয়, গলাচিপা রিপোর্টার্স ক্লাবের সভাপতি সাজ্জাদ আহমেদ মাসুদ, গলাচিপা এলসিএস ক্রিপ উম্মে রুমানা, গলাচিপা এলজিইডি মো. মহসীন আলম, গলাচিপা সুপারভাইজার সুচিত্রা রানী ও মো. ফয়সাল খান প্রমুখ। এসময় গলাচিপা এলসিএস ক্রিপ উম্মে রুমানা বলেন, গরীব অসহায় নিরক্ষর মহিলাদেরকে শিক্ষাদান ও আর্থিক সহযোগিতা প্রদান করা হয়েছে। ভবিষ্যতে এ ধরণের কার্যক্রম অব্যাহত থাকবে।

 

আপনার মতামত লিখুন :