গলাচিপায় পোড়ানো হলো নিষিদ্ধ কারেন্ট জাল
প্রকাশিত : ১১ ডিসেম্বর ২০২০
সজ্ঞিব দাস, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালীর গলাচিপায় নিষিদ্ধ কারেন্ট জাল পুড়িয়ে ফেলা হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে সদর ইউনিয়নের বোয়ালিয়া গ্রামে কারেন্ট জাল পুড়িয়ে ফেলা হয়।গলাচিপা উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহার উপস্থিতিতে জব্দকৃত ২০০০ মিটার কারেন্ট জাল পুড়িয়ে ফেলা হয়েছে।
এ বিষয়ে সহকারী মৎস্য কর্মকর্তা মিলন মিয়া বলেন, জব্দকৃত নিষিদ্ধ কারেন্ট জাল রামনাবাদ নদীতে টহলরত অবস্থায় ভাসমান একটি ট্রলারে পাওয়া যায়। ট্রলারে কোন জেলে পাওয়া যায় নি। পরে স্থানীয় লোকদের সাথে নিয়ে নদীর পাড়ে অবৈধ কারেন্ট জালগুলো পুড়িয়ে দেওয়া হয়েছে।