আগৈলঝাড়ায় প্রতিবন্ধী দিবস পালন ও হুইল চেয়ার বিতরণ
প্রকাশিত : ১০ ডিসেম্বর ২০২০
অপূর্ব লাল সরকার, আগৈলঝাড়া (বরিশাল) থেকে : বাংলাদেশ প্রতিবন্ধী উন্নয়ন সংস্থা (বিপিইউএস)-র আয়োজনে আন্তর্জাতিক ও জাতীয় প্রতিবন্ধী দিবস উপলক্ষে আগৈলঝাড়া উপজেলা কোভিড -১৯ প্রেক্ষাপটে “প্রতিবন্ধী ব্যক্তিকে সম্পৃক্ত করি, নতুন করে টেকসই বিশ^ গড়ি” দিবসের এই প্রতিপাদ্য বিষয় সামনে রেখে দিবসটি উদ্যাপন করা হয়েছে। গতকাল বুধবার বাংলাদেশ প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার সভাকক্ষে আলোচনা সভায় সভাপতিত্ব করেন সংস্থার নির্বাহী পরিচালক বদিউল আলম বাবুল। এসময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্র্গ, প্রতিবন্ধী ব্যক্তি ও তাদের অভিভাবকবৃন্দ এবং প্রতিষ্ঠানের উন্নয়ন কর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।
অপরদিকে একইদিন সকালে কারিতাস বরিশাল অঞ্চলের আয়োজনে জেলার গৌরনদী উপজেলার মাহিলাড়া ইউনিয়ন পরিষদের সভাকক্ষে উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা কালিয়া দমন গুহ’র সভাপতিত্বে এক আলোচনা সভা ও তিন জন প্রতিবন্ধীদের মাঝে বিনামূল্যে হুইল চেয়ার ও পাঁচজন দু:স্থ পরিবারের মাঝে ছাগল বিতরণ করা হয়েছে। সভায় প্রধান অতিথি ছিলেন গৌরনদী উপজেলা নির্বাহী অফিসার বিপিন চন্দ্র বিশ^াস, মাহিলাড়া ইউপি চেয়ারম্যান সৈকত গুহ পিকলু, কারিতাসের আঞ্চলিক পরিচালক ফ্রান্সিস বেপারী প্রমুখ।