ঝালকাঠি রিপোর্টার্স ইউনিটি হানাদারমুক্ত দিবসে বীর মুক্তিযোদ্ধাদের ও শহীদ পরিবারকে সম্মাননা প্রদান
প্রকাশিত : ৮ ডিসেম্বর ২০২০
স্বদেশ ডেস্ক॥ ঝালকাঠি রিপোর্টার্স ইউনিটির উদ্যোগে হানাদারমুক্ত দিবস পালন ও বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননাা প্রদান করা হয়েছে। মঙ্গলবার (৮ডিসেম্বর) সন্ধ্যা ৭টায় ঝালকাঠি রিপোর্টার্স ইউনিটির কার্যালয়ে সংগঠনের সভাপতি আসিফ সিকদার মানিকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা নুর মোহাম্মদ জমাদ্দার ।
সভায় বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক এজিএম মিজানুর রহমান, কোষাধ্যক্ষ খান মোহাম্মদ আলমগীর, সাংবাদিক কল্যাণ সম্পাদক একেএম মঞ্জুরুল হক, তথ্য ও প্রচার সম্পাদক মো: আজগর আলী মল্লিক, আইটি সম্পাদক মো: ইমাম হোসেন বিমান, সদস্য মো: নজরুল ইসলাম লিটু, সিহাব উদ্দিন মো: রিয়াজ, সুমন সমাদ্দার প্রমুখ।
এছাড়াও ধ্রুবতারা ইয়ূথ ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের ঝালকাঠি জেলা শাখার সভাপতি প্রভাষক রিয়াজুল ইসলাম বাচ্চু এবং স্বপ্নপূরণ সমাজকল্যাণ সংস্থার সিনিয়র সহসভাপতি মো: নজরুল ইসলাম নান্নু, সাংগঠনিক সম্পাদক জামাল খানসহ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। সভা সঞ্চালনা করেন সংগঠনের সাংগঠনিক সম্পাদক মো: রিয়াজ খান অশ্রু।
সভায় বীর মুক্তিযোদ্ধা মো: নুর হোসেন জমাদ্দারকে সম্মাননা ক্রেস্ট এবং শহীদ বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী সিকদারের সহধর্মণী আনোয়ারা বেগমকে সম্মাননা ক্রেস্ট প্রদান করলে তাঁর পক্ষে শহীদের সন্তান আসিফ সিকদার মানিক ক্রেষ্ট গ্রহন করেন। সভায় বীর মুক্তিযোদ্ধা মো: নুর মোহাম্মদ জমাদ্দার স্বাধীনতা যুদ্ধের ইতিহাস তুলে ধরে সংক্ষিপ্তভাবে মুক্তিযুেদ্ধর স্মৃতিচারণ করেন।