বরিশাল নদীবন্দর এমএল হায়াত লঞ্চ থেকে বিয়ার-চোলাই মদ আটক
প্রকাশিত : ৮ ডিসেম্বর ২০২০
বরিশাল নদীবন্দর থেকে বাকেরগঞ্জগামী এমএল হায়াত লঞ্চে তল্লাশি চালিয়ে ৪৭ বোতল বিদেশি বিয়ার ও ১০ লিটার চোলাই মদ জব্দ করেছে কোস্টগার্ড। মঙ্গলবার (৮ ডিসেম্বর) সকালে এই মাদক উদ্ধার করা হয়। তবে এর সঙ্গে জড়িত কাউকে আটক করতে পারেনি কোস্টগার্ড।
উদ্ধারকৃত মাদকগুলো মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরে হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লে. কমান্ডার এম. মেহেদী হাসান জানান, দক্ষিণাঞ্চলের নৌপথ মাদকমুক্ত রাখতে আগামীতেও এই অভিযান অব্যাহত থাকবে।