ঝিনাইদহে ৩ দিন ব্যাপী পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহের উদ্বোধন
প্রকাশিত : ৭ ডিসেম্বর ২০২০
জাহিদুর রহমান তারিক, ঝিনাইদহ: ‘করোনাকালে অনাকাঙ্খিত গর্ভধারণ রোধ করি, স্বাস্থ্য বিধি মেনে পরিবার পরিকল্পনা সেবা গ্রহণ করি’ শ্লোগানকে সামনে রেখে ঝিনাইদহে পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহের উদ্বোধন করা হয়েছে। রোববার সকালে শহরের মা ও শিশু কল্যাণ কেন্দ্রে এ সেবা সপ্তাহের উদ্বোধন করা হয়। পরে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের উপ-পরিচালক ডা: জাহিদ আহম্মেদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক সরোজ কুমার নাথ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডা: সেলিনা বেগম, জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের সহকারী পরিচালক নাশিরা খাতুন, ঝিনাইদহ প্রেসক্লাবের সভাপতি এম রায়হান, সিনিয়র সাংবাদিক এনটিভি ও দৈনিক যুগান্তর পত্রিকার স্টাফ রিপোর্টার মিজানুর রহমান, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক নিলুফার রহমান, জেলা নির্বাচন অফিসার রোকনুজ্জামান। অনুষ্ঠান পরিচালনা করেন মা ও শিশু কল্যাণ কেন্দ্রের মেডিকেল অফিসার ডা: শহিদুর রহমান। জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের উপ-পরিচালক ডা: জাহিদ আহম্মেদ জানান, ৩ দিন ব্যাপী এ সেবা সপ্তাহ উপলক্ষে জেলার বিভিন্ন স্থানে পরিবার পরিকল্পনা বিভাগের সেবা প্রদাণ করা হবে। এছাড়াও সেবা সম্পর্কে প্রচারণা চালানো হবে।