সাপাহারে বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাংচুরের প্রতিবাদে বিক্ষোভ ও প্রতিবাদ সভা
প্রকাশিত : ৭ ডিসেম্বর ২০২০
হাফিজুল হক, সাপাহার(নওগাঁ)প্রতিনিধি: কুষ্টিয়ায় নির্মাণাধীন বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাংচুরের প্রতিবাদে নওগাঁর সাপাহারে বিক্ষোভ সমাবেশ ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। বোরবার বিকেল ৪টায় উপজেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে সদরের জিরো পয়েন্ট স্বাধীনতা মঞ্চে এসে প্রতিবাদ সভা উপজেলা আওয়ামীরীগের সভাপতি আলহাজ্ব শামসুল আলম শাহ্ চৌধুরীর সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আলহাজ্ব শাহজাহান হোসেন, সহ সভাপতি সাজেদুল আলম, মহিলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ইস্ফাত জেরিন মিনা, উপজেলা যুবলীগের সভাপতি নইমুদ্দীন, উপজেলা ছাত্রলীগের আহব্বায়ক রাসেল রানা।
এসময় অন্যান্নদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সম্পাদক ও সদর ইউপি চেয়ারম্যান আকবর আলী, ফজলে রাব্বী, সাংগঠনিক সম্পাদক গোপাল মন্ডল, ভাইস চেয়ারম্যান আব্দুর রশিদ, উপজেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক শামসুজ্জামান জামান, সদর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক ভুট্টু পাহান, যুবলীগের সাধারন সম্পাদক বকুল হোসেন, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান সমাপন, জাহাঙ্গীর আলম, মহিলা আওয়ামীলীগের সভাপতি ফাইমা বেগম,আওয়ামী যুব মহিলা লীগের সভাপতি নুরে জান্নাত ময়না সহ আওয়ামীলীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।